ক্ষয়কারী রিয়েজেন্ট কাকে বলে?

যেসব রাসায়নিক দ্রব্য দেহের ত্বকের জীবন্ত কোষকে খুব দ্রুত ধ্বংস করে ত্বকের উপর ক্ষতের সৃষ্টি করে তাদেরকে ক্ষয়কারী রিয়েজেন্ট বলা হয়। যেমন: গাঢ় NaOH, গাঢ় KOH, গাঢ় H2SO4, গাঢ় HNO3, গাঢ় HCl, H2O2, AgNO3, লিকার অ্যামোনিয়া ইত্যাদি।