ক্রোধের সময় নিজেকে সংবরণ করা উচিত কেন?

ক্রোধ মানুষের ইমান ধ্বংস করে। তাই ক্রোধের সময় নিজেকে সংবরণ করা উচিত। স্বীয়স্বার্থ ক্ষুন্ন হওয়ার কারণে প্রতিশোধ গ্রহণের ইচ্ছায় মানুষের মনে যে ক্ষোভের সৃষ্টি হয় তাকে ক্রোধ বলে। ক্রোধ একটি নিন্দনীয় বিষয়। এটি মানুষের মধ্যে ঝগড়া বিবাদ ও হিংসা-বিদ্বেষ সৃষ্টি করে। ক্রোধের সময় মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। ফলে অনেকে নির্দয় ও অত্যাচারমূলক কর্মকাণ্ড করে। ক্রোধ মানুষের ইমান ধ্বংস করে। মহানবি (স.) এ সম্পর্কে বলেছেন, “সিরকা মধুকে যেভাবে বিনাশ করে ক্রোধও ইমানকে তেমনি নষ্ট করে”। ক্রোধের উল্লিখিত কুফলের কারণে ক্রোধের সময় নিজেকে সংযত রাখা উচিত।