কোম্পানি গঠনতন্ত্র কাকে বলে?

স্মারকলিপিকে (Memorandum of Association) কোম্পানির গঠনতন্ত্র বলা হয়। স্মারকলিপি হলো কোম্পানির মূল দলিল। এতে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন ও দায়ের বিষয়ে তথ্য লেখা থাকে। এটি কোম্পানির কার্যপরিধি ও ক্ষমতার সীমা নির্দেশ করে। এতে অন্তর্ভূক্ত নেই এমন কোনো কাজ কোম্পানি করতে পারে না। কোম্পানি সবসময় স্মারকলিপিতে নির্দেশিত নিয়ম মেনে চলতে বাধ্য থাকে। এ কারণে স্মারকলিপিকে কোম্পানির গঠনতন্ত্র বলা হয়।

Leave a Comment