কোনো লেন্সে সৃষ্ট প্রতিবিম্বের বিবর্ধন 2 বলতে কি বুঝ?

কোনো লেন্সে সৃষ্ট প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে ঐ লেন্সের বিবর্ধন বলে। কোনো লেন্সে সৃষ্ট প্রতিবিম্বের বিবর্ধন 2 বলতে বোঝায় ঐ লেন্সের সামনে বস্তু রাখলে বস্তুর ২ গুণ বড় প্রতিবিম্ব পাওয়া যায়।