কৈশিক জালিকা কাকে বলে?

পেশিতন্তুতে চুলের মতো অতি সূক্ষ্ম যে রক্ত নালিকা দেখা যায় তাকে কৈশিক জালিকা বলে। এগুলো একস্তরী এবং একদিকে ক্ষুদ্রতম ধমনি ও অন্যদিকে ক্ষুদ্রতম শিরার মধ্যে সংযোগ সাধন করে। এদের প্রাচীর অত্যন্ত পাতলা।