কেলভিন স্কেল কাকে বলে?

লর্ড কেলভিন ১৮৫০ খ্রিস্টাব্দে এমন একটি তাপমাত্রার স্কেল উদ্ভাবন করেন যা কোনো বস্তুর ভৌত গুণাবলীর উপর নির্ভরশীল নয়। তাঁর নামানুসারে এ স্কেলের নামকরণ হয় কেলভিন স্কেল।

এই স্কেলকে পরম স্কেল বা তাপগতীয় স্কেল বলা হয়। স্কেলটির শূন্য তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়।

People’s Choice