কেন্দ্রমুখী বল কাকে বলে?

যে বলের ক্রিয়ায় কোনো বস্তু সমদ্রুতিতে বৃত্তপথে চলতে থাকে এবং যে বল সবসময় বস্তুর গতিপথের সঙ্গে লম্বভাবে ভেতরের দিকে অর্থাৎ বৃত্তের কেন্দ্রাভিমুখে ক্রিয়া করে তাকে কেন্দ্রমুখী বল বলে।

m ভরের বস্তু r ব্যাসার্ধের বৃত্তপথে সমদ্রুতি v নিয়ে চলতে থাকলে কেন্দ্রমুখী বলের মান হবে mv2/r। কৌণিক বেগে প্রকাশ করলে কেন্দ্রমুখী বলের মান হয় mω2r। কেন্দ্রমুখী বল সবসময় গতিপথের লম্বদিকে ক্রিয়া করায় ঐ বলের অভিমুখে বস্তুর কোনো সরণ হয় না। এজন্য কেন্দ্রমুখী বল কোনো কাজ করে না। অর্থাৎ এটি একটি কার্যহীন বল।