কুইল কাকে বলে?

পালকের কলমের ইংরেজি নাম হলো কুইল। সাধারণত রাজহাঁস বা বড়সড় পাখির পালকের তৈরি কলমকে কুইল (quill) বলে। ডিপ কলম, ঝর্ণা কলম ইত্যাদি আসার আগে কুইল ব্যবহৃত হতো। পালকের ফাঁপা অংশ কালিদানি হিসেবে কাজ করত এবং কৈশিক পরিচলন প্র্রক্রিয়ায় কালির পরিচলন হতো। মধ্যযুগে পার্চমেন্ট বা চামড়ার কাগজের উপরে কুইল দিয়ে লেখা হতো।

কুইল কাকে বলে

Leave a Comment