কার্নো ইঞ্জিন কাকে বলে? আদর্শ কার্নো ইঞ্জিনের বৈশিষ্ট্য

কার্নো ইঞ্জিন কাকে বলে?

ফরাসী প্রকৌশলী সাদি কার্নো তাত্ত্বিকভাবে সকল দোষত্রুটি মুক্ত একটি আদর্শ প্রত্যাগামী ইঞ্জিনের কল্পনা করেন। এ কল্পিত আদর্শ ইঞ্জিনকে কার্নোর ইঞ্জিন বলা হয়।

আদর্শ কার্নো ইঞ্জিনের বৈশিষ্ট্য

কার্নোর আদর্শ ইঞ্জিনের বৈশিষ্ট্য নিম্নে আলোচনা করা হলো:

  • পিস্টন ও চোঙ বা সিলিন্ডারের মধ্যে কোনো ঘর্ষণ নেই।
  • কার্যকরী পদার্থ (গ্যাস) এর ওপর প্রযুক্ত প্রক্রিয়াগুলো খুব ধীরে ধীরে সংঘটিত হয়।
  • পিস্টন ও সিলিন্ডার নির্মাণে আদর্শ তাপ নিরোধক বা অন্তরক ও আদর্শ তাপ পরিবাহী ব্যবহার করা হয় এবং তাপ উৎস ও তাপ গ্রাহকের উপাদান এমন অতি উচ্চ তাপ গ্রাহিতাযুক্ত করা হয় যে সমোষ্ণ প্রক্রিয়াগুলো স্থির তাপমাত্রায় সংঘটিত হয়।