‘কাফিরদের পরিণতি অত্যন্ত ভয়াবহ’ – ব্যাখ্যা কর।

‘কাফিরদের পরিণতি অত্যন্ত ভয়াবহ’ – উক্তিটি করা হয়েছে কাফিরদের প্রাপ্য শাস্তির মাত্রা বোঝানোর জন্য। যারা আল্লাহর অস্তিত্ব ও গুণাবলিকে অস্বীকার করে বা তাঁর ইবাদত – বন্দেগি ঢেকে থেকে মুখ ফিরিয়ে নেয় তারাই কাফির। কুফরি করা নৈতিকতারও পরিপন্থি। কারণ এটি আল্লাহর প্রতি চরম অকৃতজ্ঞতা। যারা কুফরি কাজ করে তাদের শাস্তি হবে অত্যন্ত ভয়াবহ। আখিরাতে তাদের স্থান হবে জাহান্নাম। সেখানে তারা যন্ত্রণাদায়ক কঠিন আযাব ভোগ করবে।