কলেরা : প্যাস্টোরিলা মাল্টো সিডা নামক এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা এ রোগের সৃষ্টি হয়। এ রোগ সাধারণত ৪ মাসের অধিক বয়সের মোরগ-মুরগির মধ্যে দেখা যায়।
কলেরা রোগের লক্ষণ : কলেরা একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। নিচে এ রোগের লক্ষণ উল্লেখ করা হলো:
- সবুজ বা হলুদ রংয়ের পাতলা পায়খানা করে
- পালক খসখসে হয়ে যায়
- শ্বাসকষ্ট ও জ্বর বৃদ্ধি পায়
- মাথার ঝুঁটি, হাঁটু ও মুখের অন্যান্য অংশ ফুলে যায়
- মাথা এদিক ওদিক ঘুরাতে থাকে
- নাক, মুখ দিয়ে লালা ঝরতে পারে
- মাথার ঝুঁটি ও মুখ গরম হয়ে ফুলে ওঠে
- হঠাৎ খাওয়া বন্ধ করে দেয়, ওজন কমে যেতে পারে
- মাথার ঝুঁটি ও মুখের অন্যান্য অংশ নীল বর্ণ ধারণ করতে পারে
- নাক হতে পুঁজের মতো পদার্থ নির্গত হতে পারে
- মুরগি হঠাৎ মারা যেতে পারে।