কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয় কেন?

কলসি উদ্ভিদ এক ধরনের লতানো গাছ। এর পাতা রূপান্তরিত হয়ে কলস বা থলের আকার ধারণ করে। এর ভেতরে পতঙ্গ ঢুকলে কলসির ঢাকনাটি বন্ধ হয়ে যায়। পরে এ উদ্ভিদ পতঙ্গের দেহ থেকে রস শুষে নেয়। এজন্য কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয়।