ওয়াশ বোতল কী?

ল্যাবরেটরিতে গ্লাসসামগ্রী বা অন্যান্য যন্ত্রপাতি পরিষ্কারের জন্য বিশুদ্ধ পানি একটি ফ্লাস্কে বা বোতলে নেয়া হয় যা মূলত প্লাস্টিকের তৈরী এবং এতে নলযুক্ত কর্ক লাগানো থাকে, একেই ওয়াশ বোতল বলে।

রসায়ন পরীক্ষাগারে ব্যবহৃত এক ধরনের প্লাস্টিকের তৈরি বোত, যার মুখে কর্ক লাগানো এবং কর্কের মাঝখানে ছিদ্রপথে একটি নল লাগানো থাকে তাই ওয়াশ বোতল।

Leave a Comment