একটি প্রাসকে কীভাবে নিক্ষেপ করলে পাল্লা সর্বাধিক হবে?

কোনো স্থানে একটি নির্দিষ্ট বেগে নিক্ষিপ্ত বস্তুর বা প্রাসের অনুভূমিক পাল্লা সর্বাধিক হবে যদি sin2α এর মান সর্বোচ্চ হয় অর্থাৎ sin2α = 1 বা θ = 45° হয়। অর্থাৎ যদি প্রাসকে ভূমির সাথে 45° কোণে নিক্ষেপ করা যায় তবে প্রাসটি সর্বাধিক অনুভূমিক দূরত্ব অতিক্রম করে। সুতরাং সর্বাধিক পাল্লা পাবার শর্ত হলো প্রাসকে ভূমির সাথে 45° কোণে নিক্ষেপ করা।