একটি কাগজকে একটি নির্দিষ্ট উচ্চতা হতে ফেলে দিলে নিচে পড়তে যতটুুকু সময় লাগে, কাগজটি দলামোচা করে ঐ একই উচ্চতা হতে ফেললে কম সময় লাগে কেন?

 নির্দিষ্ট উচ্চতা থেকে একটি কাগজকে ছেড়ে দিলে, কাগজের তলের প্রতিক্ষেত্রে প্রযুক্ত বাতাসের বাধার পরিমাণ বেশি হয়, তাই কাগজটি পড়তে তুলনামূলকভাবে বেশি সময় লাগে। কিন্তু কাগজটিকে দলামোচা করে ফেললে, কাগজটির তলের ক্ষেত্রফল পূর্বের তুলনায় কমে যায়। ফলে, বাতাসের বাধা কম অনুভূত হয়। তাই, তখন কাগজটির পড়তে তুলনামূলকভাবে কম সময় লাগে।