ঋণ দেওয়ার ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হয় কেন?

কোনো প্রতিষ্ঠানের মালিক হলে বা অংশীদারি ও কোম্পানির ক্ষেত্রে অন্যূন ৫১% শেয়ারের মালিক হলে তাকে নারী উদ্যোক্তা বলে। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৫০ শতাংশই নারী। তাদের অংশগ্রহণ ছাড়া দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। বর্তমানে নারীরা শিক্ষা অর্জনের পাশাপাশি অন্যান্য কাজেও দক্ষতা অর্জন করছে। ফলে তাদের নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি জাতীয় আয় বাড়াতে অবদান রাখছে। তাই তাদেরকে আরও এগিয়ে যেতে ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়।

Leave a Comment