ঋণাত্মক ভেক্টর কাকে বলে?

নির্দিষ্ট দিক বরাবর কোন ভেক্টরকে ধনাত্মক ধরলে তার বিপরীত দিকে সমজাতীয় সমমানের ভেক্টরকে ঋণাত্মক বা বিপরীত ভেক্টর বলে। A একটি যে কোন ভেক্টর হলে যদি অপর একটি ভেক্টর B এমন হয় যাতে A = -B হয়, তালে কে ভেক্টরের বিপরীত বা ঋণাত্মক ভেক্টর বলে। দুটি ভেক্টর পরস্পর বিপরীত হবে যদি তাদের দৈর্ঘ্য সমান হয়, ধারক রেখা একই বা সমান্তরাল হয় কিন্তু দিক বিপরীত হয়।

Leave a Comment