আয়ন কাকে বলে? আয়নের প্রকারভেদ, অ্যানায়ন কাকে বলে? ক্যাটায়ন কাকে বলে?

আয়ন কাকে বলে? 

রাসায়নিক বিক্রিয়ার সময় যে সব পরমাণু বা পরমাণুগুচ্ছ (মূলক) এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে ঋণাত্মক বা ধনাত্মক চার্জগ্রস্থ হয়, তাকে আয়ন বলে। আয়নসমূহকে সাধারণত সংশ্লিষ্ট মৌলের প্রতীকের ডানপার্শ্বে ও উপরের দিকে ‘+’ বা ‘-’ চিহ্ন লিখে প্রকাশ করা হয়।উদাহরণ : সালফেট আয়ন (SO₄²), হাইড্রোজেন আয়ন (H+)।

আয়নের প্রকারভেদ

আয়ন দুই প্রকার। যথাঃ

  • অ্যানায়ন
  • ক্যাটায়ন

অ্যানায়ন

ঋণাত্মক আধান যুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে। যেমন – ক্লোরিন আয়ন (Cl) হলো একটি অ্যানায়ন।

ক্যাটায়ন

ধনাত্মক আধানযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে। যেমন – সোডিয়াম আয়ন (Na+) হলো একটি ক্যাটায়ন।