আয়তন কমলে গ্যাসের চাপ বেড়ে যায় কেন?

গ্যাসের অণুগুলি তাপীয় গতির প্রভাবে নিরন্তর চতুর্দিকে ছোটাছুটি করে এবং নিজেদের মধ্যে ও পাত্রের দেয়ালে অবিরাম ধাক্কা খায়। গ্যাস অণুগুলি পাত্রের দেয়ালে ধাক্কা দেওয়ার ফলেই গ্যাসের চাপ সৃষ্টি হয়।

এখন, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কমালে অণুগুলি পাত্রের দেয়ালে আরও ঘনঘন ধাক্কা দেবে। ফলে গ্যাসের চাপ বেড়ে যাবে।