আলফা বৈচিত্র্য কাকে বলে? আলফা বৈচিত্র্যের বৈশিষ্ট্য

আলফা বৈচিত্র্য বা আলফা সূচক কাকে বলে? 

বিজ্ঞানী হুইটেকার অবৈজ্ঞানিক বা স্থানীয় স্তরে বা বাসস্থানে প্রজাতির সংখ্যা বা গড় বোঝাতে আলফা বৈচিত্র্য বা সূচক ব্যবহার করেন।

আলফা সূচক বা বৈচিত্র্যের বৈশিষ্ট্য

১) আলফা বৈচিত্র্যের ক্ষেত্রে স্থানীয় বা আঞ্চলিক জলজ, স্থলজ ও বায়বীয় বাসস্থানের বিষয়ে বিবেচনা করা হয়।

২) এই তিন ধরনের বাসস্থলে প্রজাতির মোট সংখ্যা অথবা কোনো নির্দিষ্ট প্রজাতির গড়কে নির্ণায়ক হিসেবে গণ্য করা হয়।

৩) আলফা বৈচিত্র্যের সাহায্যে উক্ত অঞ্চলে বা ক্ষুদ্র বাসস্থলে প্রজাতির প্রাচুর্য বা স্বল্পতা সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়।

৪) প্রজাতির সংরক্ষণের ক্ষেত্রে আলফা বৈচিত্র্র্য বা নির্দেশিকা একটি গুরুত্বপূর্ণ নির্ধারক।