আমরা বায়ুমণ্ডলের চাপ অনুভব করি না কেন?

বায়ুমণ্ডল যেমন আমাদের দেহে চাপ দেয় তেমনি আমাদের দেহেরও চাপ আছে। আমাদের রক্তের চাপ বায়ুমণ্ডলের চাপ অপেক্ষা সামান্য বেশি। তাই আমরা সাধারণত বায়ুমণ্ডলের চাপ অনুভব করি না।