আপেক্ষিক রোধ কাকে বলে? আপেক্ষিক রোধের একক

কোনো পদার্থের 1m দৈর্ঘ্য এবং 1m2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো খন্ডের রোধকে ঐ পদার্থের আপেক্ষিক রোধ বলে।
একক ঘনক আকৃতির কোন পরিবাহীর দুই বিপরীত তলের মধ্যবর্তী রোধকে আপেক্ষিক রোধ বলে। ইহাকে ρ দ্বারা প্রকাশ করা হয়।

আপেক্ষিক রোধের একক

আপেক্ষিক রোধের একক হলো ওহম মিটার (Ω m)।