আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণসমূহ কী কী?

আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ দুটি।

১. আয়তন ত্রুটি: আদর্শ গ্যাস অণুসমূহের আয়তন অতি নগণ্য। এ জন্য সমস্ত গ্যাস আয়তন হতে তা উপেক্ষা করা হয়েছে। কিন্তু বাস্তব গ্যাসসমূহের মূল্যায়ন করার মতো আয়তন আছে।

২. চাপ ত্রুটি: আদর্শ গ্যাসের গ্যাস অণুসমূহের নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বল নেই বলে ধরা হয়েছে। কিন্তু বাস্তব গ্যাসমূহে এ আকর্ষণ বল বিদ্যমান অর্থাৎ বাস্তব গ্যাসে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। এজন্যই বাস্তব গ্যাস সমূহ PV = nRT সমীকরণ মেনে চলে না।