আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন?

রাতে ভূ-পৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠাণ্ডা হয়। বায়ুমন্ডলের জলীয় বাষ্প দিনের তাপমাত্রায় অসংম্পৃক্ত থাকে। রাতের বেলায় ভূ-পৃষ্ঠ সংলগ্ন বায়ু ঠাণ্ডা হলে নিম্ন তাপমাত্রায় সেই বায়ু জলীয় বাষ্প দ্বারা সংম্পৃক্ত হয় ও জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশির জমে। কিন্তু আকাশে যদি মেঘ থাকে, তাহলে ভূ-পৃষ্ঠ তাপ বিকিরণ করতে পারে না। কারণ মেঘ তাপরোধী পদার্থ। তাপ সঞ্চালন করতে পারে না বলে ভূ-পৃষ্ঠ ঠান্ডা হয় না। 

ফলে আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না।