আংশিক চাপ কাকে বলে?

কোনো গ্যাস মিশ্রণের প্রত্যেকটি গ্যাস আলাদা আলাদা ভাবে পাত্রের দেয়ালে যে চাপ প্রয়োগ করে তাকে আংশিক চাপ বলে।

একটি নির্দিষ্ট আয়তনের পাত্রে কোন গ্যাস মিশ্রণের কোন একটি উপাদান ঐ তাপমাত্রায় মিশ্রণের মোট আয়তন একাকী দখল করলে যে চাপ প্রয়োগ করবে, তাকে মিশ্রণে ঐ উপাদান গ্যাসের আংশিক চাপ বলা হয়।

যে কোনো গ্যাসের আংশিক চাপ হলো মোল ভগ্নাংশ ও মোট চাপের গুণফল।A গ্যাসের আংশিক চাপকে f

A দ্বারা প্রকাশ করা হয়।