অসংক্রামক রোগ কাকে বলে? প্রকারভেদ ও কারণ

অসংক্রামক রোগ কাকে বলে?

সাধারণত যেসব রোগ ছোঁয়াচে নয় অর্থাৎ সহজে একজন থেকে আরেক জনে ছড়ায় না, তাদেরকে অসংক্রামক রোগ (Noncommunicable diseases) বলে।

বিশ্বের ৮০% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। প্রাক্কলিত হিসেব অনুযায়ী প্রতি বছর প্রায় ৪ কোটি লোক অসংক্রামক রোগের কারণে মারা যায় যা বিশ্বের মোট মৃত্যুর ৭১%। বয়স বাড়ার সাথে সাথে অসংক্রামক রোগজনিত মৃত্যুর হার বাড়ে। প্রতি বছর ৩০-৬৯ বছর বয়সী দেড় কোটি লোক অসংক্রামক রোগে মারা যাচ্ছে; এই অকালমৃত্যুর ৮৫% ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে।

অসংক্রামক রোগের প্রকারভেদ

সাধারণত চার ধরনের অসংক্রামক ব্যাধি দেখা যায়। সেগুলো হলো-

ক) হৃদরোগ যেমন: হৃদযন্ত্রের বৈকল্য
খ) ক্যান্সার
গ) দীর্ঘমেয়াদী শ্বাসযন্ত্রের রোগ যেমন: হাঁপানি
ঘ) বহুমূত্র বা ডায়াবেটিস

অসংক্রামক রোগের কারণসমূহ

চারটি বিপাকজনিত ঝুঁকিকে অসংক্রামক রোগ বৃদ্ধির মূল কারণ হিসেবে চিহ্নিত করা যায়। এগুলো হলো:

১) উচ্চ রক্তচাপ
২) ওজনাধিক্য বা স্থূলতা
৩) রক্তে অতিরিক্ত চিনি এবং
৪) অতিরিক্ত চর্বির উপস্থিতি।

অনেকগুলো কারণ আচরণগত ও পরিবর্তনযোগ্য, যেমন, তামাকের ব্যবহার, কায়িক পরিশ্রমের অভাব, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মদ্যপান ইত্যাদি।