অশ্মমণ্ডল কাকে বলে?

ভূ-পৃষ্ঠ থেকে অভ্যন্তরে প্রায় ৭০০ কিলোমিটার গভীর পর্যন্তপ্রথম স্তরকে অম্মমণ্ডল বলে।

ভূ-কম্পন তরঙ্গ থেকে জানা যায় যে, এ স্তরিটি মূলত সিলিকন ও অ্যালুমিনিয়াম উপাদান দিয়ে গঠিত যা সিয়াল (Sial) নামের পরিচিত। ভূ-ত্বকের নিচের দিকে প্রতি কিলোমিটার ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়। অশ্বমণ্ডলের নিচে গুরুমণ্ডল ও কেন্দ্রমন্ডল নামে আরো দুটি প্রধান স্তর রয়েছে।