অভিস্রবণকে এক ধরনের ব্যাপন বলা হয় কেন?

সাধারণত ব্যাপন প্রক্রিয়ায় তরল বা গ্যাসীয় পদার্থের অণুগুলো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ধাবিত হয়। এ প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত অণুগুলোর ঘনত্ব দুই স্থানে সমান হয়। আবার, অভিস্রবণ প্রক্রিয়ায় দ্রাবক অণু কম ঘনত্বের দ্রবণ হতে বেশি ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয় এবং এ প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত অণুগুলোর ঘনত্ব দুই স্থানে সমান হয়। এক্ষেত্রে ব্যাপন প্রক্রিয়ার মতো অভিস্রবণ প্রক্রিয়ায় অণুগলো ব্যাপিত হয়। 

তাই অভিস্রবণ এক ধরনের ব্যাপন।