অভিকর্ষ বল সংরক্ষণশীল বল কেন?

আমরা যদি কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, তবে এটি পুনরায় আমাদের হাতে ফিরে আসবে। এক্ষেত্রে বস্তুটির হাত থেকে নিক্ষিপ্ত হয়ে পুনরায় হাতে ফিরে আসা এই পূর্ণচক্রে বস্তুটির উপর অভিকর্ষ বলের সম্পাদিত কাজের পরিমাণ শূন্য। m ভরের একটি বস্তুকে ভূ-পৃষ্ঠের A বিন্দু থেকে h উচ্চতায় B বিন্দুতে উঠানো হোক না কেন সকল ক্ষেত্রেই এই কাজের মান হয় mgh।

অতএব, অভিকর্ষ বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কেবল বিন্দু দুটির অবস্থানের উপর নির্ভরশীল, কণাটির গতি পথের উপর নির্ভর নয়। 

তাই অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল।