অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী কাকে বলে?

যে সকল প্রাণীর দেহ গহব্বর সাধারণত আবরণী কলার আস্তরণ দ্বারা পরিবেষ্টিত থাকে, না থাকলে আংশিকভাবে আবৃত থাকে তাদেরকে অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী বলে। 

যেমন – Ascaris lumbricoides (গোলকৃমি), Ancylostoma duodenale (হুককৃমি) ইত্যাদি।