অপুষ্পক উদ্ভিদ কাকে বলে?

উদ্ভিদের মধ্যে কিছু সংখ্যক উদ্ভিদে ফুল ও ফল হয় না। এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে। এদের অপুষ্পক উদ্ভিদ বলে। এদের অনেকের দেহকে মূল, কাণ্ড বা পাতায় বিভক্ত করা যায় না। এরা সমাঙ্গ দেহী উদ্ভিদ। যথা: স্পাইরোগাইরা।