অনুরূপ কোণ কাকে বলে?

অনুরূপ কোণ কাকে বলে?

  • দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে কোন
    উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে।
  • দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদকরেখার দিকে
    সমান্তরাল রেখার পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে।
  • অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়।
নিচে চিত্রের সাহায্যে অনুরূপ কোণ ব্যাখ্যা করা হলোঃ

চিত্রে AB||CD এবং PQ ছেদক তাদের যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করেছে।

সুতরাং ∠PEB = অনুরূপ ∠EFD

Related Posts