অধিবর্ষ কাকে বলে? অধিবর্ষের বৈশিষ্ট্য

অধিবর্ষ কি?

৩৬৫ দিনে এক বছর ধরা হয়। পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরতে সময় লাগে ৩৬৫ দিনে ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড (প্রায়)। এতে প্রতি চার বছর ১ দিন বেড়ে যায়। প্রতি চতুর্থ বছরকে অধিবর্ষ বা লিপইয়ার (Leap Year) বলা হয় ।

যে বছর অধিবর্ষ হয় সে বছর ফেব্রুয়ারি মাস ২৮ দিনের পরিবর্তে ২৯ দিনে হয়।

অধিবর্ষের বৈশিষ্ট্য

  • প্রতি ৪ বছর অন্তর অধিবর্ষ হয়।
  • যে বছর অধিবর্ষ হয়, সেই বছর দিন সংখ্যা ৩৬৬ দিন হয়।
  • অধিবর্ষ বছর গুলিতে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় ২৯ দিন।
  • মিশরীয়রা অধিবর্ষ বা লিপ ইয়ারের প্রচলন শুরু করে।
  • খ্রীষ্টীয় বা ইংরেজী ক্যালেন্ডার অনুযায়ী অধিবর্ষ হয়ে থাকে।