অক্ষরেখা কাকে বলে? অক্ষরেখার বৈশিষ্ট্য

অক্ষরেখা কাকে বলে?

ভূ-পৃষ্ঠের যেসব স্থানের অক্ষাংশ সমান বা একই সেই সব স্থানকে যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে অক্ষরেখা বলে। অন্যভাবে বললে, পৃথিবীর মাঝ বরাবর বিস্তৃত নিরক্ষরেখার উভয় দিকে পরস্পরের সমান্তরালে বিস্তৃত কাল্পনিক রেখা গুলিকে অক্ষরেখা বলে।

অক্ষরেখার বৈশিষ্ট্য

১) অক্ষরেখা গুলি পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেস্টন করে আছে।
২) প্রত্যেকটি অক্ষরেখা এক একটি পূর্ণবৃত্ত ও পরস্পরের সমান্তরাল।
৩) অক্ষরেখা গুলির মধ্যে নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি বলে, একে মহাবৃত্ত বলা হয়।
৪) একই অক্ষরেখায় অবস্থিত যেকোনো স্থান থেকে নিরক্ষরেখার দূরত্ব সবসময় সমান হয়।
৫) সব অক্ষরেখার পরিধি সমান নয়। নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে এগুলি ক্রমশ ছোট হতে হতে মেরু অঞ্চলে বিন্দুতে পরিণত হয়।
৬) একই অক্ষরেখায় অবস্থিত বিভিন্ন স্থানের দিন রাত্রির দৈর্ঘ্য ও জলবায়ু প্রায় একই রকমের হয়। বিভিন্ন অক্ষরেখার জলবায়ু ভিন্ন ভিন্ন হয়।
৭) নিরক্ষরেখাকে প্রধান অক্ষরেখা বলা হয়।