অংশীদারি ব্যবসায়ের অসীম দায়ের ধারণাটি ব্যাখ্যা কর।

আইন – অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের দায় অসীম। ব্যবসায়ে বিনিয়োগকৃত মূলধনের বাইরেও অংশীদারদের ব্যক্তিগত দায় সৃষ্টি হয়। কোনো দেউলিয়া অংশীদারের দায়ও অন্যদের বহন করতে হয়। আবার, কোনো পাওনাদার যেকোনো অংশীদারের বিরুদ্ধে মামলা করে তার পাওনা আদায় করতে পারে। তাই বলা হয়, অংশীদারি ব্যবসায়ের দায় অসীম।

Leave a Comment